দিল্লির রাস্তায় ফিরছে ট্রামগাড়ি

কলকাতার রাস্তায় চলছে ট্রামগাড়ি। ফাইল ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫০ বছরেরও বেশি সময় পার করে আবার ফিরে আসছে ঐতিহ্যবাহী ট্রামগাড়ি। আজ বৃহস্পতিবার দিল্লির এক নগর উন্নয়ন কর্মকর্তার সূত্রে খবরটি জানিয়েছে এনডিটিভি।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের চালু করা এই যান দিল্লির শাহজাহানাবাদ এলাকায় ফের চালু করার পরিকল্পনা চলছে। এ প্রকল্প নিয়ে কাজ করবেন দিল্লির নগর উন্নয়ন কর্মকর্তা নিতিন পানিগ্রাহী। পানিগ্রাহী বলেন, আগামী বছর প্রকল্পটির কাজ শুরু হবে এবং ২০১৮ সালে প্রকল্পটি চালু হবে।
দিল্লিতে ট্রাম চালু হয় ১৯০৮ সালে। বর্তমান যানজটের কারণে ১৯৮৪ সালে ট্রাম বন্ধ করে দেওয়া হয়। ভারতে আরো কিছু নগরীতে একসময় ট্রাম চলত। তবে এখন কেবল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেই ট্রাম চালু রয়েছে।