১১ যাত্রী নিয়ে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান। ছবি : রয়টার্স
জাপানের সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১১ জন ক্রু সদস্য ও যাত্রী ছিল বলে জানা গেছে।
স্থানীয় সময় বুধবার দুপুর পৌনে ৩টার দিকে ওকিনাওয়া দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাগরে এ ঘটনা ঘটে।
মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, বিমানটি ফিলিপাইন সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানের দিকে যাচ্ছিল। তবে কী কারণে সেটি বিধ্বস্ত হয়েছিল তা জানা যায়নি।
টেলিগ্রাফের খবরে বলা হয়, বিমানটি উদ্ধারের জন্য কাজ চলছে। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।
এর আগে আগস্টে বিমানবাহী রণতরী ইউএসএস জন ম্যাককেইনের সঙ্গে একটি ট্যাংকারের সংঘর্ষে ১০ জন মার্কিন নৌসেনা নিহত হন।