জন্মদিনে ফাঁসি হলো মুম্বাই হামলার আসামির

৫৩তম জন্মদিনে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালের বোমা হামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুম্বাইয়ের নাগপুরে তাঁর ফাঁসি হয়।
হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, গতকাল বুধবার পরিবারের কাছ থেকে বিদায় নিতে ১৪ দিন সময় চেয়েছিলেন মেমন। এ নিয়ে গতকাল স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে শুনানি অনুষ্ঠিত হয়। ভোর ৫টার দিকে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ মেমনের সময়ের আবেদন নাকচ করে দেন। এর দুই ঘণ্টা পরই ফাঁসি দেওয়া হয় মেমনকে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে গতকাল ক্ষমাপ্রার্থনা করে মেমনের করা দুটি আবেদন রাজ্যপাল ও রাষ্ট্রপতি নামঞ্জুর করেন।
১৯৯৩ সালে মুম্বাইয়ের ওই হামলায় ২৫৭ জন নিহত হয়। মেমন পরিবারের পরিকল্পনায় এ হামলা হয় বলে তদন্তে প্রমাণিত হয়। হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত তাঁর ভাই টাইগার ও দাউদ ইব্রাহিম পলাতক রয়েছেন। তাঁর দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
হামলার আগে মেমন ভারত ছেড়ে চলে যান। এক বছর পর তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করেন। শর্ত সাপেক্ষে তিনি আত্মসমর্পণ করেছেন কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। তদন্ত কর্মকর্তারা অবশ্য গোপন কোনো চুক্তির কথা অস্বীকার করেছেন।