বিশ্ব রক্ষার আকুতি জানিয়ে ট্রাম্পকে শিশুর চিঠি

বিশ্ববাসীকে শান্তিতে রাখতে বিভিন্ন সময়ে মাথা ঘামিয়েছেন মার্কিন প্রেসিডেন্টরা। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত যুক্তরাষ্ট্রকে শান্তিতে রাখায়। তাই জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যুগুলোতে তিনি শুরু থেকেই উদাসীন। বিশ্বনেতাদের বারবার অনুরোধ সত্ত্বেও ‘প্যারিস চুক্তি’ থেকে সরে আসার সিদ্ধান্তের বিষয়ে অনড় আছেন তিনি। তাঁর ধারণা, পৃথিবীর আবহাওয়া মোটেও পরিবর্তন হচ্ছে না। পুরোটাই গুজব।
এমন বাস্তবতায় চিন্তাশীল বহু ব্যক্তি যখন জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে হতাশ, তখন এ বিষয়ে তাঁকে একটি চিঠি লিখেছে ১১ বছরের অস্ট্রিয়ার শিশু পলা।
চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ওই চিঠি ট্রাম্পের হাতে তুলে দেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেন। পড়ে চিঠিটি ফেসবুকেও শেয়ার করেন তিনি।
পলার চিঠিতে যা আছে
‘প্রিয় মিস্টার প্রেসিডেন্ট,
আমার নাম পলা। আমার বয়স ১১ বছর এবং আমি অস্ট্রিয়ায় থাকি।
আমি আপনার কাছে চিঠি লিখছি, কারণ আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই।
আমি খুবই খুশি হবো যদি আমাকে আপনি একটু সময় দেন।
মিস্টার প্রেসিডেন্ট, জলবায়ু পরিবর্তন সত্যি। সারা বিশ্বেই মানুষ এটি অনুভব করতে পারছে। জলবায়ু পরিবর্তন হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আপনি আর আমিও; যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, চীন, নরওয়ে, বড় বড় শহর ও ছোট ছোট দ্বীপের মানুষ সবাই।
বিশ্বের অন্য নেতাদের সঙ্গে নিয়ে আপনি জলবায়ু সমস্যার সমাধান করবেন।
আমাদের গ্রহকে রক্ষা করার এটাই সময়। আমাদের পৃথিবী একটাই।
আমার চিঠি পড়ার জন্য ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট।
পলা।’