কান্নারত শিশুকে ফ্রিজে ভরে গ্রেপ্তার দুই কিশোরী

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এসেক্স কাউন্টির ড্যানভারস এলাকায় কান্নারত আট মাস বয়সী এক শিশুকে ফ্রিজে রেখে দিয়েছিল দুই কিশোরী। এ ঘটনার একটি ফুটেজ প্রকাশিত হয় ছবি-ভিডিও শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটে। আর সেই ভিডিওর পর গ্রেপ্তার করা হয়েছে ওই দুজনকে।
স্থানীয় সময় সোমবার শিশুটির পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়।
ওই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, মায়ের অনুপস্থিতিতে শিশুটির দেখাশোনার দায়িত্বে থাকা এক কিশোরী শিশুটিকে একটি ফ্রিজের তাকে রাখছে। এর পর শিশুটির উদ্দেশে বলছে ‘বাই’। এর পর ওই কিশোরী ফ্রিজের দরজা বন্ধ করে দেয়। এ সময় ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ আসছিল।
পরের দৃশ্যে দেখা যায়, শিশুটিকে ধরে আছে আরেক কিশোরী। তার পাশে একজন বলছে, ‘দেখ, সে ভালো আছে!’
ঘটনার বিষয়ে ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সর্বোচ্চ আইনি কর্মকর্তা স্টিভ ও’কনেল বলেন, প্রাথমিক তদন্তের পর ফ্রিজে রেখে শিশুকে সংকটাপন্ন করা ও নিপীড়নের ঘটনায় দুই কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কীভাবে ফ্রিজ ব্যবহার করে শিশুটিকে নিপীড়ন করা হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ও’কনেল আরো বলেন, এসেক্সের সালেমে অবস্থিত কিশোর আদালতে গ্রেপ্তার ওই দুই কিশোরীকে অভিযুক্ত করা হয়েছে। কিশোরী হওয়ায় তাদের বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না। এমনকি তাদের বয়সও তিনি জানাতে পারছেন না।