পদ ছাড়তে সিডিসি পরিচালকের অস্বীকৃতি

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মোনারেজকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। তবে মাত্র এক মাস আগে দায়িত্ব নেওয়া মোনারেজ পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। খবর বিবিসির।
আইনজীবীদের মাধ্যমে দেওয়া বিবৃতিতে মোনারেজ অভিযোগ করেছেন, স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র জনস্বাস্থ্যকে “রাজনৈতিক অস্ত্র” হিসেবে ব্যবহার করছেন। তিনি বলেন, “অবৈজ্ঞানিক ও বেপরোয়া নির্দেশনা মেনে নেওয়ার জন্য আমি রাজি নই।”
মোনারেজের আইনজীবী দাবি করেছেন, কেবলমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সিডিসি পরিচালককে অপসারণ করতে পারেন, হোয়াইট হাউসের কর্মকর্তারা নন। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, “প্রেসিডেন্টের কর্মসূচির সঙ্গে তিনি সামঞ্জস্যপূর্ণ নন” বলেই তাকে সরানো হয়েছে।
এ ঘটনায় সিডিসির অন্তত তিনজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে প্রধান মেডিকেল অফিসার ডেবরা হাউরি সিবিএস নিউজকে লেখা চিঠিতে টিকা নীতি ও বাজেট কাটছাঁট নিয়ে হতাশার কথা জানিয়ে পদত্যাগ করেন। তিনি “ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি” নিয়েও সতর্ক করেছেন।
মোনারেজ একজন দীর্ঘদিনের সরকারি বিজ্ঞানী হলেও তিনি চিকিৎসা ডিগ্রিধারী নন। সংক্রামক রোগ গবেষণায় তার বিশেষজ্ঞতা রয়েছে। গত জুলাইয়ে ট্রাম্পের মনোনয়ন ও সিনেটে দলীয় লাইনে ভোটে তিনি সিডিসি প্রধান হন।
এই সঙ্কটের মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য গবেষণা সংস্থার শীর্ষ পর্যায়ে ব্যাপক পদত্যাগের ঘটনা ঘটছে। ড্যানিয়েল জার্নিগান (ন্যাশনাল সেন্টার ফর এমার্জিং অ্যান্ড জুনোটিক ইনফেকশাস ডিজিজেস), দেমিত্রে দাসকালাকিস (ন্যাশনাল সেন্টার ফর ইমিউনাইজেশন অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস) ও জেনিফার লেইডেন (অফিস অব পাবলিক হেলথ ডাটা, সার্ভেইলেন্স অ্যান্ড টেকনোলজি) পদত্যাগ করেছেন।
এদিকে নতুন কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তবে নতুন নীতিতে কেবল প্রবীণরা এ ভ্যাকসিন পাবেন; স্বাস্থ্যগত জটিলতা না থাকলে তরুণ ও শিশুদের এ ভ্যাকসিন দেওয়া হবে না।

এদিকে, সিনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশন কমিটির জ্যেষ্ঠ সদস্য বার্নি স্যান্ডার্স এ বরখাস্তকে “বিপজ্জনক ও বেপরোয়া” আখ্যা দিয়ে তদন্ত দাবি করেছেন।
মোনারেজ সম্প্রতি একটি ভয়াবহ ঘটনার সময় সিডিসির কর্মীদের পাশে ছিলেন। কয়েক সপ্তাহ আগে এক বন্দুকধারী সিডিসি সদরদপ্তরে গুলি চালালে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই হামলাকারী দাবি করেছিলেন, কোভিড ভ্যাকসিন তাকে ক্ষতি করেছে।
এর আগে, প্রায় ৬০০ সিডিসি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়, যাদের মধ্যে পাখির ফ্লু ও পরিবেশগত ঝুঁকি নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও ছিলেন।