আলজাজিরা বন্ধ করছে ইসরায়েল

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার জেরুজালেম কার্যালয় বন্ধের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের যোগাযোগমন্ত্রী আইয়ুব কারার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় রোববার ইসরায়েল অধিকৃত জেরুজালেম শহরে এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান আইয়ুব। ওই সম্মেলনে আলজাজিরার সাংবাদিকদের প্রবেশ নিষেধ ছিল।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি যোগাযোগমন্ত্রী বলেন, ‘আরবের বিভিন্ন সুন্নি দেশ আলজাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে। এ ছাড়া তাদের কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ওপর ভিত্তি করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
ইসরায়েলের সংসদের পরবর্তী অধিবেশনে আলজাজিরা বন্ধের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন আইয়ুব।
সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী আইয়ুব আরো জানান, আলজাজিরা বিভিন্ন সংবাদ প্রকাশের মাধ্যমে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অগণতান্ত্রিক।
এ ছাড়া আলজাজিরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও ইরানের সমর্থন করে বলে জানিয়েছে ইসরায়েল। ইংরেজি ও আরবি উভয় ভাষাতেই আলজাজিরার অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।
ইসরায়েলের এ ধরনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছে আলজাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যম।
চলতি বছর জুনে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় সৌদি আরব, মিসর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বিশ্বের বেশ কয়েকটি দেশ। এরপর সৌদি জোটের দেশগুলোতে একে একে আলজাজিরা সম্প্রচার বন্ধ করা হয়। কয়েক বছর আগে মিসর সংবাদমাধ্যমটির সম্প্রচার বন্ধ করে।