হাসতে দেখে স্ত্রীকে খুন!

বিবাহবার্ষিকী উদযাপন করতে জাহাজ ভ্রমণে বের হয়েছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু ভালোবাসার আবেগ মাখানো এ ভ্রমণ পরিণত হলো আক্রোশে। নিজ হাতে স্ত্রীকে খুন করলেন স্বামী। স্ত্রীর ‘অপরাধ’ স্বামীর দিকে তাকিয়ে হেসেছিলেন তিনি।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। পরে শনিবার স্ত্রী ক্রিস্টি ম্যানজানারেসকে হত্যা করার কথা স্বীকার করেন কেনেথ ম্যানজানারেস। সংবাদ সংস্থা জিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রিন্সেস ক্রুইজেস শিপ নামে একটি বিলাসবহুল জাহাজে করে ভ্রমণে বের হন ক্রিস্টি-কেনেথ। সাত দিনের সফরে তাঁরা যুক্তরাষ্ট্রের সিয়াটল শহর থেকে আলাস্কা যাচ্ছিলেন।
মঙ্গলবার রাতে ক্রিস্টির হত্যার বিষয়টি প্রথম টের পান জাহাজের যাত্রীরা। পরে নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কক্ষের মেঝের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ক্রিস্টি। সে সময় তাঁর পাশে আদালতের কিছু কাগজ পাওয়া যায়।
এ বিষয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে ক্রিস্টির স্বামী কেনেথ বলেন, ‘সে আমার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছিল।’ এ ছাড়া তাঁর জীবন শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, কেনেথের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ১০ আগস্ট মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।