৮ বছর একই কোট পরেন ওবামা!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কে আশ্চর্য হওয়ার মতো তথ্য জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী আট বছরের কর্মজীবনে একই কোট পরেন, যা আজ পর্যন্ত কেউ লক্ষ করেননি।
গত ৬ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) মিশেল ওবামার সাক্ষাৎকার নেন অ্যাপলের কার্যনির্বাহী কর্মকর্তা লিসা জ্যাকশন। সাক্ষাৎকারে মিশেল ওবামা এসব কথা বলেন।
হাফিংপোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে মিশেল ওবামার এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়।
মিশেল বলেন, ‘আমি যে জুতা, ব্রেসলেট, নেকলেস পরি, লোকজন সেসব কিছুর ছবি তোলে। কিন্তু ওবামা আট বছর ধরে একই কোট এবং জুতা পরেন, এ নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি।’
সাবেক ফার্স্ট লেডি আরো বলেন, ‘এটা ঠিক নয়—আপনারা ফ্রেড অ্যাস্টেয়ার (যুক্তরাষ্ট্রের প্রয়াত জনপ্রিয় অভিনেতা, নৃত্যশিল্পী) ও জিনজার রজার্সকে (যুক্তরাষ্ট্রের প্রয়াত অভিনেত্রী) নিয়ে কথা বলেন—আমাদের পেশা কী তা কোনো বিষয় না, তিনি একই পোশাক পরেছেন।’
২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বারাক ওবামা। তিনি দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।