যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে আলাদা তিনটি স্থানে ‘বন্দুকধারী’র গুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
মিসিসিপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিসিসিপির লিংকন কাউন্টির বোগ চিত্তো ও ব্রুকহ্যাভেন এলাকায় গুলি চালানো হয়। এ ঘটনার পর স্থানীয় সময় রোববার সকালে কোরি গডবোল্ট নামের সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মিসিসিপির কর্মকর্তার ভাষ্য, এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনই বলা যাচ্ছে না।
স্থানীয় সংবাদপত্র দ্য ডেইলি লিডারের খবরে বলা হয়, গুলিতে আটজনকে হত্যার আগে সন্দেহভাজন ওই বন্দুকধারী ১৬ বছরের এক কিশোরকে জিম্মি করেছিল বলে ধারণা করা হচ্ছে। ওই কিশোর অক্ষত আছে।
মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট এই ঘটনাকে ‘সেন্সলেস ট্র্যাজেডি’ বলে আখ্যায়িত করেছেন। তিনি গুলিতে কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা তথা ডেপুটি শেরিফ নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে মিসিসিপির গভর্নর বলেন, শেরিফ কার্যালয়ের হয়ে দায়িত্ব পালন করতে প্রতিদিনই ব্যাজ পরেন অনেক নারী ও পুরুষ। তাঁরা কমিউনিটির সদস্যদের রক্ষা ও সেবায় আত্মনিয়োগ করেন। তাঁদের মধ্যে চমৎকার একজনকে হারাতে হয়েছে।