নারকেলের পানির বোতলে এটা কী?

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গোশেন এলাকার বাসিন্দা বারবারা এভারলিন ম্যারি। কাজ করেন একটি হাসপাতালে। পছন্দ করেন ‘ভিটা কোকো’ নামের একটি কোম্পানির নারিকেলের পানি। গত ২৫ এপ্রিল ফ্রিজে রাখা সেই পানির একটি প্যাকেট বের করেন তিনি। এরপর সেটিতে পাইপ ঢুকিয়ে বেশির ভাগ অংশ পান করেন তিনি। এর পরই সবকিছু উলট-পালট লাগতে থাকে তাঁর কাছে। একপর্যায়ে সন্দেহবশত প্যাকেটটি কাটার পর চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। পানির বোতলে দেখতে পান স্কুইডসদৃশ বস্তু।
ম্যারি দ্য সানকে জানান, সেই পানীয় পানের পর থেকেই বমি শুরু হয় তাঁর। সেই সঙ্গে যোগ হয় ডায়রিয়া। কয়েকদিন ভোগার পর রেহাই পান তিনি।
‘এমনকি আমি এ নিয়ে কথা বলতে গেলেও পেটে ব্যথা অনুভব করি। আমি জানি এখানে এক ধরনের প্রাণী ছিল। আমি বললাম এটা দেখতে ইঁদুরের মতো। এটা একটা স্কুইডের মতো। আমি বললাম এটা দেখতে গুটি পাকানো কোনো বস্তুর মতো’, বলেন ম্যারি।
অদ্ভুত ওই বস্তুগুলোকে পরীক্ষা করতে ভিটা কোকোর কাছে পাঠিয়েছেন ম্যারি। তা ছাড়া তিনি এটা অন্য কাউকে দিয়েও পরীক্ষা করানোর পরিকল্পনা করছেন।
এ বিষয়ে কোকো ভিটার করপোরেট কমিউনিকেশন পরিচালক আর্থার গ্যালিগো বলেন ‘ভিটা কোকোর পণ্যে ভোক্তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো জিনিস খুঁজে পাওয়ার অভিযোগ খুবই অস্বাভাবিক। ভিটা কোকো প্রিজারভেটিভমুক্ত প্রাকৃতিক উপাদান থেকে খাদ্য তৈরি করে। যদিও ভোক্তা পণ্যটি পরীক্ষার জন্য পাঠিয়েছেন। তা দেখতে সাধারণ পচে যাওয়া খাবারের মতো।’