ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল বিমান, ভিডিও ভাইরাল

ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল একটি বিমান। ছবি : এনডিটিভি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত রাস্তা। সামনেই বিমানবন্দর। সেখানকার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি গাড়ি। হঠাৎ সেই ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল একটি বিমান। গনগনে আগুন ও ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ। এই পুরো ঘটনাটি ধরা পড়েছে গাড়ির সামনে রাখা একটি ড্যাশক্যামে।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোমো নিউজ জানায়, পাশের আরেকটি বিমানবন্দর থেকে উড়েছিল ব্যক্তিগত এই ছোট বিমানটি। ওড়ার পর থেকেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে স্থানীয় বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে বিমানটি।
এই দুর্ঘটনায় পাইলট ও ওই বিমানের একমাত্র যাত্রীর কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।