পদত্যাগ না করায় আইনজীবীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

পদত্যাগ না করতে চাওয়ায় নিউইয়র্কের এক আইনজীবীকে (অ্যাটর্নি) বরখাস্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
বরখাস্তের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউথ ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি জেনারেল প্রীত ভারারা টুইটারে এ কথা জানান। তিনি বলেন, পদত্যাগ না করায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় বংশোদ্ভূত প্রীত জানান, নির্বাচনের আগে এক সাক্ষাতে ট্রাম্প তাঁকে পদে বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তিনি তাঁর কথা রাখেননি।
গত শুক্রবার দেশটির অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের নিয়োগ করা ৪৬ অ্যাটর্নিকে পদত্যাগ করতে বলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের মতে, নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এলে আগের অ্যাটর্নিদের পদত্যাগ করার রেওয়াজ রয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক অ্যাটর্নিকে পদত্যাগ করতে বলা হলো।
তবে প্রীত ভারারাকে বরখাস্ত করায় অবাক হয়েছেন অনেকেই। কারণ, রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের কাছেই ভারতীয় বংশোদ্ভূত এ আইনজীবীর গ্রহণযোগ্যতা ছিল। এ ছাড়া এ বরখাস্তের বিষয়ে মার্কিন বিচার বিভাগের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।