অনুষ্ঠানে মানুষের মগজ খেয়ে বিতর্কে সিএনএন উপস্থাপক

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের উপস্থাপক রেজা আসলান। ভারতে গিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের নরমাংসভোজী এক জনগোষ্ঠীকে নিয়ে ভিডিওচিত্র তৈরি করতে। ভিডিও ধারণকালে মানুষের এক টুকরো মস্তিষ্কও খেয়ে দেখেন তিনি।
ওই ঘটনার পর থেকেই বেশ ক্ষেপেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী হিন্দুসহ অনেকেই। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক তুলসি গাববারদ তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লেখেন, ‘সিএনএন হিন্দুধর্ম সম্পর্কে ভুল ধারণা ও ভয় ছড়াতে তাঁর ক্ষমতার ব্যবহার করছে দেখে আমি খুবই বিরক্ত। হিন্দুধর্মকে তুলে ধরতে আসলান সংবেদনশীল ও অযৌক্তিক পথ বেছে নিয়েছেন।’
ভারতের বেনারস শহরে ওই হিন্দু জনগোষ্ঠীটির সঙ্গে দেখা হয় আসলানের। ওই গোষ্ঠীটি মানুষের মৃতদেহ থেকে মাংস খেয়ে থাকে। সিএনএন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নরমাংসভোজী ওই গোষ্ঠীর কয়েকজন সদস্য প্রথমে আসলানের মুখে পোড়া মৃতদেহের ছাই মাখিয়ে দেয়।
এরপর মানুষের মাথার খুলিতে করে আসলানকে মদ পান করতে দেওয়া হয়। মদ পান করার পরই মানুষের মস্তিষ্ক খাওয়ার সুযোগ পান তিনি।
ভিডিও ধারণের পর আসলান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘মরা মানুষের মগজ খেতে কেমন জানতে চান? কাঠকয়লার মতো। সেটা পুড়ে একেবারে মুচমুচে হয়ে গিয়েছিল।’