ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ট্রাম্পের আমন্ত্রণ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প ও আব্বাসের মধ্যে অনুষ্ঠিত প্রথম ফোন কলে এই আমন্ত্রণ জানানো হয়।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্যই আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
ফোন কলে আব্বাস বলেন, ফিলিস্তিনের জনগণের জন্য একটি ‘কৌশলগত বিকল্প’ শান্তি, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি ইসরায়েল গড়তে সাহায্য করবে।
শিগগিরই হোয়াইট হাউসে ট্রাম্প ও আব্বাস সাক্ষাৎ করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের ওই বিবৃতিতে আরো বলা হয়, আব্বাস বিশ্বাস করেন, দুই পক্ষের আলোচনা সাপেক্ষে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়া জরুরি।
আলজাজিরার সাংবাদিক প্যাটি কালহেন জানান, বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যায় আগের প্রশাসনগুলোর থেকে ট্রাম্প ভিন্ন পথ ধরে এগোতে চাচ্ছেন।
কালহেন আরো জানান, ট্রাম্প সবকিছুই ব্যবসায়িক ভাষায় বলতে চান। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি ‘চূড়ান্ত চুক্তি’ করা হবে।