ট্রাম্প করেছেন, তাই করবেন না শোয়ার্জনেগার

রিয়েলিটি শো ‘দ্য নিউ সেলিব্রেটি অ্যাপ্রেন্টিস’ অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আলোচিত অভিনেতা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার।
যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশন চ্যানেলে ওই রিয়েলিটি শো প্রচার করা হয়। তবে অনুষ্ঠানটি থেকে শোয়ার্জনেগারের সরে দাঁড়ানোর বিষয়ে চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন। তাই শোয়ার্জনেগার এই ভূমিকা পালন করবেন না।
শোয়ার্জনেগার বলেন, ‘আমি এনবিসি ও মার্ক ব্রুনেটের সঙ্গে প্রতি সেকেন্ড কাজ করতে চাই। আমি তাঁদের সঙ্গে এমন একটি অনুষ্ঠানে কাজ করতে চাই, যেখানে এমন দায় থাকবে না।’
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শোয়ার্জনেগারের বাধাবাধিটা পুরোনো। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে অনুষ্ঠিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ ট্রাম্প মজা করে বলেছিলেন, ‘আর্নল্ডের জন্য দোয়া করুন।’
কড়া জবাব দিয়েছিলেন শোয়ার্জনেগার। এক ভিডিওবার্তায় তিনি বলেছিলেন, ‘ডোনাল্ড, আমার একটা আইডিয়া আছে। কেন আমরা দায়িত্ব বদল করি না?’
‘তুমি টিভির দায়িত্ব নাও। কারণ তুমি রেটিং অর্জনে খুবই দক্ষ। আর আমাকে তোমার দায়িত্ব দাও। এতে মানুষ আবারও শান্তিতে ঘুমাতে পারবে।’
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ওই অনুষ্ঠানের নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন বলে অনেক দর্শক অনুষ্ঠানটি বয়কট করতে পারে বলে ধারণা শোয়ার্জনেগারের।
ডোনাল্ড ট্রাম্প ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘দ্য নিউ সেলিব্রেটি অ্যাপ্রেন্টিস’ নামে রিয়েলিটি শোর সঞ্চালকের ভূমিকা পালন করেন। এর পরই দায়িত্ব নেন শোয়ার্জনেগার। কিন্তু ট্রাম্প এখনো অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন।