এক ছুটিতে ট্রাম্পের খরচ ২৪ কোটি টাকা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রতি সপ্তাহে অবকাশ যাপনে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রতিবার এ জন্য সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৪ কোটি টাকা)। আজ মঙ্গলবার লন্ডনভিত্তিক পত্রিকা দি ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।
আগামী ১৭ ফেব্রুয়ারি ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তাঁর নিজস্ব ক্লাব ‘মার-এ ল্যাগো’তে অবকাশ যাপনে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অবকাশ যাপনে এটা হবে ট্রাম্পের তৃতীয় ‘মার-এ ল্যাগো’ সফর।
যদিও ২০১৫ সালে নির্বাচনী ক্যাম্পেইনের সময় ট্রাম্প বলেছিলেন ‘আমি খুব কম সময়ের জন্যই হোয়াইট হাউসের বাইরে যাব, কারণ সেখানে অনেক কাজ করতে হবে।’
ট্রাম্প আরো বলেছিলেন, ‘আমি এমন প্রেসিডেন্ট হতে চাই না, যিনি অবকাশ যাপনে যাবেন। আমি এমন প্রেসিডেন্ট হব না, যার ছুটি লাগবে।’
অবকাশ যাপন নিয়ে ট্রাম্প বরাবরই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করতেন। ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় খুব কম সময়ই অবকাশ যাপনে গিয়েছিলেন। তিনি তাঁর সময়ে মাত্র ২৩০ দিন ছুটি নিয়েছিলেন। আর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ছুটি নিয়েছিলেন ৫৩৩ দিন।