তোয়ালে নরম নয়, ক্ষেপলেন ট্রাম্প!

ক্ষমতায় বসেই একের পর এক হুংকার দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাউকেই তোয়াক্কা না করে জারি করছেন বিভিন্ন আদেশ। তবে জাতীয় ও আন্তর্জাতিক বড় বিষয়গুলোই শুধু ট্রাম্পের মাথাব্যথা কারণ নয়। রীতিমতো ছোট বিষয়গুলোও এড়ায় না তাঁর চোখ।
দেশ-বিদেশ নিয়ে মাথা ঘামাতে গিয়ে এত দিন নিজের আরাম-আয়েশের বিষয়ে কোনো আপত্তি করেননি ট্রাম্প। তবে এবার বাধল বিপত্তি। এয়ারফোর্স ওয়ানের (মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারিত প্লেন) বাথরুমে ঢুকে তিনি ক্ষেপে গেলেন। সেখানে রাখা তোয়ালেটা নাকি যথেষ্ট নরম না।
তোয়ালের বিষয়টি হোয়াইট হাউস কর্মকর্তাদের জানালেন ট্রাম্প। শুনে ক্ষেপেছেন প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ ইন কমান্ডও। সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে পুরো ঘটনাটি জানানো হয়েছে।
সংবাদ মাধ্যম হাফিংটন পোস্টের প্রতিবেদনেও ট্রাম্পের এমন স্বভাবের কথা বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্পের এক সহযোগীর বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, বড়ই অধৈর্য ট্রাম্প। কোনোকিছু খুঁটিয়ে পড়তে চান না। বক্তৃতাগুলো সবসময় এক পাতার মধ্যেই রাখতে আদেশ দেন তিনি।
তবে ওই ব্যক্তি এটাও জানিয়েছেন, ট্রাম্পের ওই স্বভাবের মানে এই নয় যে, তিনি কিছু শিখতে চান না। তবে তিনি সঠিক সময়ে সঠিক জায়গায় নজর দেন না।