যুক্তরাষ্ট্রে ভয়াবহ সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের সরকারি কার্যালয়ের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, সাবেক ও বর্তমান ৪০ লাখ সরকারি কর্মকর্তার তথ্য চুরি করেছে হ্যাকাররা। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা চীনভিত্তিক কি না খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ হামলার লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের সরকারের কর্মীদের তথ্য ও নিরাপত্তা বিষয়ে ছাড়পত্র প্রদানাকারী অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট (ওপিএম)। ওই কার্যালয়ে রক্ষিত সাবেক ও বর্তমান ৪০ লাখ কর্মচারীর তথ্য চুরি করেছে হ্যাকাররা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই সাইবার হামলার বিষয়টি খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিদেশি কোনো সংঘবদ্ধ চক্র বা দেশ সাইবার হামলার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। সাইবার হামলার বিষয়টি তদন্তকারী এক কর্মকর্তা জানান, চীনের সঙ্গে হ্যাকারদের কোনো যোগাযোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের দাবি অমূলক দাবি করে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, হ্যাকারদের সঙ্গে তাদের যুক্ত থাকার দাবির কোনো ভিত্তি নেই। দেশের সীমান্ত দিয়ে হ্যাকারদের কর্মকাণ্ড বোঝার চেষ্টা কঠিন।
এর আগে গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানে হামলা চালায় হ্যাকাররা। এর একটি হলো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই স্বাস্থ্যসেবা ইনস্যুরেন্স বিষয়ক অ্যানথেম ইনক। অপরটি স্বাস্থ্যসেবাবিষয়ক প্রতিষ্ঠান প্রিমেরা ব্লু ক্রস। এই দুটি হামলার লক্ষ্য ছিল বিমাকারীদের তথ্য চুরি।
গত ফেব্রুয়ারির অ্যানথেম ইনকে হামলার বিষয়টি তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। তদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, এই হামলার সঙ্গেও যুক্ত হ্যাকারদের সঙ্গে চীনের কোনো যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।