ট্রাম্প-পুতিনের প্রথম কথোপকথন, আলোচনার কেন্দ্রে আইএস

দায়িত্ব গ্রহণের পর এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গেও কথা বলেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসের এক বিবৃতিতে জানায়, শনিবারের ট্রাম্প-পুতিন কথোপকথনে প্রাধান্য পেয়েছে বৈশ্বিক সন্ত্রাসবাদ ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্রসঙ্গ।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ সূচনা’ হিসেবে অভিহিত করা হয় এবং দুই দেশের সম্পর্ক ‘মেরামতের প্রয়োজন’ বলেও বর্ণনা করা হয়।
ক্রেমলিনের সূত্রে জানা গেছে, আলোচনায় ইসলামিক স্টেট ছাড়াও সিরিয়ার অন্যান্য সন্ত্রাসী দল সম্পর্কে আলোচনা হয়েছে। ট্রাম্প-পুতিন উভয়েই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
দুই রাষ্ট্রপ্রধানের এই আলোচনায় মধ্যপ্রাচ্য ও আরব-ইসরায়েলের সংঘর্ষের বিষয়টি প্রধান্য পায়। এ ছাড়া ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়েও দুই নেতার আলোচনা হয়ছে বলে জানিয়েছে ক্রেমলিন।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রথম আলোচনার পর ট্রাম্প-পুতিন দুই দেশের সম্পর্কোন্নয়নে সাম্ভাব্য সবকিছু করার জন্য একমত হয়েছেন। এবং দুই নেতা অচিরেই বৈঠক ও ভবিষ্যতে নিয়মিত আলোচনা চালানোর জন্য সম্মত হয়েছেন।