হাইড্রোজেন থেকে ধাতু নির্মাণ!

স্বপ্নটা নতুন নয়। হাইড্রোজেনকে কীভাবে ধাতুতে পরিণত করা যায়, বিজ্ঞানীরা তার স্বপ্ন দেখছেন প্রায় ১০০ বছর ধরে। আর এতদিনে তা সত্যি হলো!
তাক লাগিয়ে দেওয়া এ আবিষ্কারটি করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। যদিও তা পরিমাণে খুবই সামান্য। আর বিশ্বের সবচেয়ে মূল্যবান পদার্থ হিসেবে ধরা হচ্ছে এটিকে।
এই ধাতব হাইড্রোজেন প্রযুক্তি বিশ্বকেও বেশ নাড়িয়ে দেবে বলে ধারণা বিজ্ঞানীদের। অবিশ্বাস্য দ্রুতগতির কম্পিউটার, উচ্চগতির ভেসে থাকা ট্রেন, উচ্চক্ষমতাসম্পন্ন গাড়িই শুধু না, বিদ্যুৎচালিত যেকোনো জিনিসেই নাটকীয় পরিবর্তন আসবে।
বিজ্ঞানীদের ধারণা, বেশি পরিমাণে এই ধাতব হাইড্রোজেন তৈরি করা গেলে মহাবিশ্ব গবেষণাও অনেক সামনের দিকে এগিয়ে যাবে।
তবে বিজ্ঞানীদের এই আশা আলোর মুখ দেখতে এখনো বাকি। হাইড্রোজেন থেকে তৈরি এই ধাতু সাধারণ তাপমাত্রা ও চাপে টিকতে পারবে কি না, তা জানেন না বিজ্ঞানীরা। তা নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এই আবিষ্কারের পেছনে পুরো কৃতিত্ব অধ্যাপক অইজ্যাক সিলভেরা ও ড. রাঙ্গা ডিয়াসের। তাঁরা জানান, এটা পদার্থবিজ্ঞানের উচ্চচাপ শাখায় বহু আকাঙ্ক্ষিত আবিষ্কার।
তাঁরা বলেন, ‘এটা পৃথিবীতে ধাতব হাইড্রোজেনের সর্বপ্রথম নমুনা। তাই আপনি যখন এটার দিকে তাকাবেন, আপনি এমন একটি কিছু দেখছেন, যেটি আগে ছিলই না।’
বিজ্ঞানীদের একমাত্র লক্ষ্য এই ধাতক হাইড্রোজেনকে সাধারণ চাপ ও তাপে টেকার যোগ্য করে তোলা। আর তা হলে বিশ্ববাসী হয়তো বিজ্ঞান-প্রযুক্তিতে অবিশ্বাস্য একটা পরিবর্তন দেখতে যাচ্ছে।