চলে গেল কোলো

মারা গেছে কোলো। তার বয়স হয়েছিল ৬০ বছর। খাঁচায় পোষা গরিলাদের মধ্যে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার রেকর্ডটি তারই।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়ামে ঘুমন্ত অবস্থায় মারা যায় কোলো। এক মাসের কম সময় আগে তার জন্মদিন পালন করা হয়।
কলম্বাস চিড়িয়াখানায় ১৯৫৬ সালের ডিসেম্বরে জন্ম নেয় কোলো। ওয়েস্টার্ন লোল্যান্ড প্রজাতির এই গরিলা সাধারণত ৪০ বছর বাঁচে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন কোলোর টিউমার অস্ত্রোপচার করা হয়। তবে সে বেশ সুস্থ হয়ে উঠেছিল। তাই আসলে কী কারণে প্রাণীটি মারা গেছে, তা জানা যায়নি।
চিড়িয়াখানার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোলো এমন একটি গরিলা, যে বিপন্ন প্রজাতি সম্পর্কে মানুষকে জানতে অনুপ্রাণিত করেছিল। সে বিভিন্ন প্রজন্মের মানুষের মনে জায়গা করে নিয়েছিল। কোলোর মৃতদেহটি পুড়িয়ে ফেলা হবে। আর অবশিষ্ট ছাই চিড়িয়াখানা প্রাঙ্গণে পুঁতে ফেলা হবে।
২০১৬ সালের ডিসেম্বরে জন্মদিন পালন করা হয়। সে সময় তার জন্মদিন উদযাপন করতে উপস্থিত ছিল শতাধিক লোক।