উঠছে দেয়াল, সাজছে ওবামার নতুন ঠিকানা

আর মাত্র ১১ দিন। তারপরই মার্কিন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা তুলে দিয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায়ী প্রেসিডেন্টের জন্য নতুন ঠিকানা সাজাতে তাই চলছে বেশ তোড়জোড়।
হোয়াইট হাউস ছেড়ে কোথায় যাচ্ছেন, তা সম্প্রতি জানিয়েছিলেন ওবামা। প্রেসিডেন্ট পরিবারের পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যালোরামা এলাকায়। সেখানে একটি বাড়িও নির্বাচন করা হয়েছে, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৪২ কোটি টাকা। ওয়াশিংটনের অভিজাত শ্রেণির বসবাস ক্যালোরামা এলাকায়। নতুন বাড়ি থেকে ওবামাকন্যা সাশাও ভালোভাবেই তার হাই স্কুল শেষ করতে পারবে।
গত শুক্রবার ক্যালোরামার ওই বাড়ির সংস্কারকাজ ছিল চোখে পড়ার মতো। বাড়িটির চারপাশ ঘিরে তোলা হচ্ছে দেয়াল, লাগানো হচ্ছে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা, ঘষে-মেজে ঝাঁ-চকচকে করে সাজানো হচ্ছে সবকিছু।
এ ছাড়া পুরো একটি গ্যারেজকে বদলে বানানো হচ্ছে বাথরুমসহ অফিস। নতুন এই অফিস ছাড়াও বাড়ির ওপরতলায় বারাক ও মিশেল ওবামার জন্য প্রস্তুত করা হয়েছে বেশ কয়েকটি অফিস।
ওবামা পরিবার বাড়িতে ওঠার আগেই বাড়িটিতে পাহারা দেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোপন বাহিনীর সদস্যরা। আর চলতি মাসের ২০ তারিখের পর থেকে আরো জোরদার করা হবে নিরাপত্তা।
ওবামা দম্পতি বাড়িটি লিজ নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সচিব জো লকহার্ট দম্পতির কাছ থেকে। ১৯২৮ সালে বাড়িটি নির্মাণ করা হয়।