হোয়াইট হাউস চালানো পারিবারিক ব্যবসা নয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হোয়াইট হাউস চালানো কোনো পারিবারিক ব্যবসা নয়। সে বিষয়ে উত্তরসূরি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তিনি।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখাতে হবে।
‘শপথ নেওয়ার পর আপনি বিশ্বের সবচেয়ে বড় সংগঠনের দায়িত্বে’, ট্রাম্পের উদ্দেশে বলেন ওবামা।
ট্রাম্পকে সতর্ক করে ওবামা বলেন, শাসনকাজ পরিচালনা ও প্রচারণার মধ্যে পার্থক্য রয়েছে।
‘বিশ্ব পুঁজি ও আর্থিক বাজার আছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আছেন, যাঁরা তাঁর (ট্রাম্প) কথা গুরুত্ব দিয়ে দেখেন’, বলেন ওবামা।
সাক্ষাৎকারে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত সাইবার হামলা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে আলাপকালে তিনি গোয়েন্দা মহলের ওপর বিশ্বাস রাখার গুরুত্ব নিয়ে কথা বলেছেন।
গত বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হবেন।