সীমালঙ্ঘন করেছে ভারত, অভিযোগ চীনের

পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ভারত জাতিসংঘের সীমালঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। পাশাপাশি দেশটি বলেছে, একই ‘সুবিধা’ পাকিস্তানেরও পাওয়া উচিত।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে। ভারতের এসব বিষয়ে পশ্চিমা বিশ্ব যদি উদাসীন থাকে, তবে চীন কঠোরভাবে বিষয়গুলো দেখবে।
পত্রিকাটিতে বলা হয়েছে, “জাতিসংঘের প্রতিরক্ষা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে ভারত টেক্কা দেওয়ার বিষয়ে ‘আশাবাদী’। তারাই একমাত্র প্রার্থী যারা পারমাণবিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে সম্ভাবনাময়।”
‘অবশ্য ভারতের উন্নতিকে বড় কোনো হুমকি হিসেবে দেখছে না চীন। তবে যদি পশ্চিমা বিশ্ব এই পারমাণবিক প্রতিযোগিতার বিষয়ে উদাসীন থাকে, তাহলে চীন থেমে থাকবে না।’
চীনের অভিযোগ, শুধু ভারত নয়, এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বেশ কয়েকটি দেশ জাতিসংঘের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম ভেঙেছে।
সম্প্রতি ভারত অগ্নি-৪ ও ৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর চীনের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।