মন্ত্রিপরিষদে নিতে চেহারা দেখছেন ট্রাম্প!

প্রশাসনে নেওয়ার জন্য চেহারাকে গুরুত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান ট্রাম্পের সহযোগীরা বিষয়টি মেনে নিয়েছেন যে নির্দিষ্ট দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রার্থীরা যদি তাঁর ভাবমূর্তির পক্ষে অনুকূল না হন, তাহলে তিনি নাকচ করে দিতে পারেন।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণ দলের সঙ্গে সম্পৃক্ত একজন বলেন, ‘এই ভাষাতেই তিনি কথা বলেন। তিনি অত্যন্ত নান্দনিক বোধসম্পন্ন মানুষ। আপনি হয়তো কাউকে নিয়ে এলেন, যিনি অত্যন্ত যোগ্য, তবে যদি তারা ওই অংশটায় ভালো না দেখায়, তারা কোথায় যাচ্ছেন না।’
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে প্রতিনিধিত্বকারী কর্মকর্তারা কীভাবে জনসমক্ষে আসবেন, তা বাতলে দিয়েছেন ট্রাম্পের ক্ষমতা গ্রহণ দলের মুখপাত্র জেসন মিলার।
জেসন বলেন, ‘গুরুত্বপূর্ণ পদে যাদের নির্বাচন করা হচ্ছে, তাদের নিজেদের তুলে ধরতে হবে, কর্মী হতে হবে, নিঃসঙ্গ হলে চলবে না এবং লক্ষ্য ও অঙ্গীকার বিষয়ে স্পষ্ট বার্তা ছড়িয়ে দিতে হবে।’
ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্পের ব্র্যান্ডিং বিচার-বুদ্ধি ও ভাবমূর্তি আংশিকভাবে মন্ত্রিপরিষদ গঠনে ভূমিকা রেখেছে।
ট্রাম্প তাঁর প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন বল্টনকে নাকচ করে দিয়েছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে বল্টনের সাদা গোঁফ।
নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্পের এক সহযোগী বলেন, ‘ডোনাল্ড ওই গোঁফ পছন্দ করবেন না। এ রকম গোঁফওয়ালা ট্রাম্পের ঘনিষ্ঠ কেউ হবেন, আমি তা ভাবতে পারছি না।’
ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু ও নিউজম্যাক্স মিডিয়ার প্রধান নির্বাহী ক্রি রুডি বলেন, সাবেক টেলিভিশন তারকা ট্রাম্প মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চেহারাকে গুরুত্ব দেন। তিনি বলেন, ‘যাঁরা নিজেদের ভালো করে উপস্থাপন করেন, তাঁদের পছন্দ করেন ট্রাম্প এবং কেউ টেলিভিশনে ভালো করলে তিনি খুব প্রশংসা করেন। কারণ তিনি মনে করেন, এটা জননীতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।’ তিনি বলেন, ‘ভুলবেন না, তিনি বিনোদন জগতের লোক।’