মার্কিন সেনাদের কফিনে লাশ হয়ে বাড়ি ফিরতে হবে : হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা কর্মকর্তা ও সেনাদের কফিনে করে বাড়ি পাঠানোর মাধ্যমে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার মূল্য চুকাতে হবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে। লেবাননের রাজধানী বৈরুতে গতকাল রোববার সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে হাজার হাজার সমর্থকের উদ্দেশে এসব কথা বলেছেন হাসান নাসরাল্লাহ।
হিজবুল্লাহর এই শীর্ষ নেতা বলেন, ইরানের বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া শুধু ইরানের দায়িত্ব নয়, এ দায়িত্ব ইরানের সব মিত্রশক্তির। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হাসান নাসরাল্লাহ আরো বলেন, মার্কিন সেনাবাহিনীর অপরাধের উপযুক্ত শাস্তি হবে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো, যুদ্ধজাহাজ এবং সেনা সদস্যদের ওপর হামলা।
হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহ আরো বলেন, জেনারেল সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র শুধু ইরাক ও ইরানের জন্য নয় বরং পুরো অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তবে সোলেইমানিসহ হামলায় নিহতদের হত্যাকারী হিসেবে মার্কিন সেনাবাহিনীকে দায়ী করলেও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বেসামরিক নাগরিকদের ‘কোনো ক্ষতি করা যাবে না’ বলে মনে করেন হাসান নাসরাল্লাহ, কেননা এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত এজেন্ডাই বাস্তবায়িত হবে।