মার্কিন ক্যাপিটল হিলে বোমা হামলার হুমকি, একজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের কাছে বোমা হামলার হুমকি দেওয়ায় এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গ্রেপ্তারকৃত ৪৯ বছর বয়সী ব্যক্তির নাম ফ্লয়েড রে রোজবেরি। তিনি নর্থ ক্যারোলিনার বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ক্যাপিটল হিলে ছুটি চললেও কিছু কর্মী তখনো কাজ করছিলেন। আচমকা বোমা হামলার হুমকির পর এর কয়েকটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। অভিযুক্তের গাড়ি থেকে সরাসরি সম্প্রচার হওয়া কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এরপর ফেসবুক সেই ‘লাইভ স্ট্রিমিং’ বন্ধ করে দিয়েছিল এবং সংশ্লিষ্ট প্রোফাইলটিও মুছে দেয়। ভিডিওতে অভিযুক্ত ব্যক্তি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেন এবং বিপ্লবের কথা বলেন।
ক্যাপিটল হিল পুলিশের প্রধান জে থমাস ম্যাঙ্গার এরই মধ্যে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি জানান, ফ্লয়েড রে রোজবেরি কংগ্রেস লাইব্রেরির নিকটবর্তী একটি ফুটপাতে গাড়ি রেখে বসে ছিলেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা তার কাছে এগিয়ে গেলে ফ্লয়েড জানায়, তার কাছে বোমা আছে। এ সময় ওই ব্যক্তির হাতে একটি ডেটোনেটর ধরা ছিল।

এরপর হোয়াইট বোর্ডের মাধ্যমে পুলিশ সদস্যরা ফ্লয়েডের সঙ্গে যোগাযোগ করে। তখন রোবটের সাহায্যে তার কাছে একটি মোবাইল ফোন পাঠানো হয়েছিল; যদিও অভিযুক্ত ব্যক্তি তা ব্যবহার করেননি।
এভাবে বেশকিছু সময় কাটানোর পর কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে ফ্লয়েড নিজেই গাড়ি থেকে নেমে আসেন ও আত্মসমর্পণ করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লয়েডের গাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেলেও সেখানে প্রকৃত বোমা ছিল না। এ দিকে আলোচনা চলাকালে নর্থ ক্যারোলিনায় ফ্লয়েডের বসবাস করা বাড়িতে অভিযান চালান ফেডারেল এজেন্টের সদস্যরা। অভিযুক্তের উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।
প্রতিবেশীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ফ্লয়েড রিপাবলিকান দলের একজন কট্টর সমর্থক। আগে প্রায় সময়ই তাকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ‘এমএজিএ’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) লেখা ক্যাপ পরতে দেখা গেছে।