ভারতে ‘আধার কার্ড’ জমা রাখলেই ঋণে মিলছে পেঁয়াজ

ভারতে জাতীয় পরিচয়পত্র ‘আধার কার্ড’ বন্ধক হিসেবে জমা রাখলেই মিলছে ঋণে পেঁয়াজ। ভারতজুড়ে যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ নিয়ে ঘটছে নানা ঘটনা। কোথাও কোথাও হোটেল ও রেস্তোরাঁতে খাবারের মেন্যু থেকেও বাদ দেওয়া হচ্ছে পেঁয়াজ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বেনারসে ঋণে দেওয়া হচ্ছে পেঁয়াজ। যার বদলে বন্ধক হিসেবে রাখা হচ্ছে আধার কার্ড বা রুপার গয়না। এ উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি। পেঁয়াজের দাম বৃদ্ধির ইস্যুতে প্রতিবাদের জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।
উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে শামিল হয় জাতীয় কংগ্রেসও। উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে পেঁয়াজ ৪০ রুপি প্রতি কেজি হিসেব বিক্রি করছেন কংগ্রেস কর্মীরা। ভারতের বিভিন্ন রাজ্যে পেঁয়াজের দাম ১০০ রুপি ছাড়িয়েছে কেজিপ্রতি। কোথাও কোথাও ১২০ থেকে ১৩০ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের এই মুল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দিতে কিছুটা কম দামে রেশনেও কোথাও কোথাও বিক্রি করা হচ্ছে পেঁয়াজ।
অন্যদিকে, পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে বেঙ্গালুরুর বিভিন্ন রেস্তোরাঁতে বন্ধ রয়েছে পেঁয়াজ দিয়ে তৈরি বিভিন্ন পদের খাবার। পেঁয়াজের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির জন্য পেঁয়াজ দিয়ে তৈরি খাবার আপাতত বন্ধ রাখা হয়েছে।