ইউক্রেনে রাশিয়ার ক্ষয়ক্ষতি সিরিয়া ও চেচনিয়ার যুদ্ধের চেয়েও বেশি : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনে রুশ সৈন্যদের ক্ষয়ক্ষতির পরিমাণ সিরিয়া, চেচনিয়া বা আফগানিস্তানের যুদ্ধের চেয়েও বেশি বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেছেন, ‘রুশ সৈন্যরা ইউক্রেনে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তা সিরিয়া বা চেচনিয়ার যুদ্ধেও হয়নি। আফগানিস্তানেও সোভিয়েত সৈন্যরা এমন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি।’
তবে, কোন পরিসংখ্যানের ভিত্তিতে জেলেনস্কি এমন দাবি করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মার্কিন গোয়েন্দাদের ধারণা, রাশিয়া-ইউক্রেনের মধ্যে লড়াইয়ে সাত হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছেন।

বিবিসি বলছে, বিভিন্ন অনুমানের ভিত্তিতে আফগান যুদ্ধে (১৯৭৯-৮৯) প্রায় ১৫ হাজার সোভিয়েত সৈন্য নিহত হন, চেচনিয়া যুদ্ধে নিহত হন ১৩ হাজার সৈন্য এবং সিরিয়ায় কয়েকশ রুশ সৈন্য নিহত হয়েছেন।