‘অপরাধের পরিণতি ওয়াশিংটনকে বহু বছর ভোগ করতে হবে’

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ‘জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেবে ইরান।’
আজ শনিবার সোলেইমানির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন ড. রুহানি। তিনি বলেন, ‘হোয়াইট হাউজ বুঝতে পারে নি তারা ইরানি জেনারেলকে হত্যা করে কত বড় ভুল করেছে। এই অপরাধের পরিণতি ওয়াশিংটনকে শুধু আজ নয় বরং বহু বছর ধরে ভোগ করতে হবে।’ ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে ওই তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘জেনারেল সোলেইমানি কেবল একজন সামরিক কমান্ডার ও বহু অভিযানের সমন্বয়ক ছিলেন না বরং তিনি একজন তুখোড় রাজনীতিবিদ এবং কৌশলবিদ ছিলেন।’
ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘জেনারেল সোলেইমানি এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা এবং নিপীড়িত জনগণের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন কিন্তু তাঁকে হত্যা করেছে ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী।’
গতকাল শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়ার পথে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিসহ তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের গাড়ি বহরে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে সোলেইমানিসহ আটজন নিহত হন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও ওই হত্যাকাণ্ডের কঠোর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন।