সেলফি এক্সপার্ট ফোন ‘অপ্পো এফ১এস’

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অপ্পো নিয়ে এসেছে সেলফি এক্সপার্ট ফোন ‘অপ্পো এফ১এস’। রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার এই ফোন উন্মুক্ত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অপ্পো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নেভি অয়াই, বাংলালিংকের চিফ স্ট্র্যাটেজি অফিসার শিহাব আহমেদ ও ফটোগ্রাফার জুবায়ের শুভ।
নেভি অয়াই তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাজার। তাই আমরা বুঝতে পারি, বাংলাদেশে চলমান সেলফি উন্মাদনায় ভাসতে গ্রাহকরা খুঁজছেন চমৎকার ফ্রন্ট ক্যামেরাসহ একটি স্মার্টফোন। সেলফির জন্য বরাবরই কিছু বিশেষ ডিভাইস বাজারে ছেড়েছি আমরা। এরই ধারাবাহিকতায় আমরা নিয়ে এলাম সেলফি এক্সপার্ট ফোন অপ্পো এফ১এস। আমাদের দৃঢ় বিশ্বাস, অত্যাধুনিক ক্যামেরাসংবলিত এই ফোন বাংলাদেশি স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাই বদলে দেবে।’
বাংলালিংকের চিফ স্ট্র্যাটেজি অফিসার শিহাব আহমেদ বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, অপ্পো এবং এই চমৎকার ফোনটির সঙ্গে পার্টনার হতে পেরে। আমরা বিশ্বাস করি, এই সেট বাংলালিংকের ডিজিটালকেন্দ্রিক সেবার সঙ্গে সব গ্রাহককে পরিচয় করিয়ে দেবে। সামনে এমন আরো উদ্যোগ নিয়ে গ্রাহকের পাশে থাকবে বাংলালিংক।’
অপ্পোর সাড়াজাগানো এফ১-এর উন্নত সংস্করণ এফ১এস। ফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেলের অবিশ্বাস্য ক্যামেরা, যা দিয়ে দিনে আর রাতে আপনি তুলতে পারবেন অসাধারণ সব সেলফি। ফোনটিতে আরো থাকছে মাত্র শূন্য দশমিক ২২ সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট রিডার, ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম এবং ৩০৭৫ এমএএইচের ব্যাটারি। ফোনটির দাম মাত্র ২৩ হাজার ৯০০ টাকা।