২৩ মেগাপিক্সেল ক্যামেরার ফ্ল্যাগশিপ নিয়ে লেনোভো

বছরের শেষ দিকে যেন বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধুম পড়ে যায় বাজারে ফ্ল্যাগশিপ ছাড়ার জন্য। এবার তাতে যোগ দিল চীনা টেক জায়ান্ট লেনোভো। তারা বাজারে ছেড়েছে তাদের নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ‘ভাইভ এক্স ৩’। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
পূর্বসূরি ভাইব এক্স-২-এর পর ভাইব এক্স-৩ পাওয়া যাচ্ছে দুটি ভার্সনে। একটিতে ৩২ জিবি স্টোরেজ এবং অন্যটিতে ৬৪ জিবি স্টোরেজ। এ দুটি ছাড়াও লেনোভো এনেছে আরেকটি আলাদা ভার্সন, যার নাম ভাইব এক্স-৩ ইয়ুথ।
তিনটি সেটেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মাইক্রো এসডি কার্ড দিয়ে স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
ভাইব এক্স-৩ স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০ x ১৯২০ পিক্সেল) ডিসপ্লে এবং এটি সুরক্ষিত হবে ‘গরিলা গ্লাস-৩’ দ্বারা। আছে শক্তিশালী হেক্সা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ চিপসেটের সঙ্গে ৩ জিবি র্যাম।
তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর ক্যামেরা। ২৩ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আছে সনি আইএমএক্স২৩০ সেন্সর। অটোফোকাস সুবিধা এবং ৪কে ভিডিও রেকর্ডিং করা যাবে এতে। এ ছাড়া আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
শক্তিশালী হ্যান্ডসেটে আছে শক্তিশালী ব্যাটারি। ৩৬০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট করবে কুইকচার্জ ২.০। এ ছাড়া ডুয়েল সিম, টুজি, থ্রিজি, ফোরজি, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ওয়াই-ফাইসহ সব কানেক্টিভিটির সুবিধাই রয়েছে।
ভাইব এক্স-৩-এর সঙ্গে ভাইব এক্স-৩ ইয়ুথের তেমন কোনো পার্থক্য নেই। একই ডিসপ্লের সেট দুটির পার্থক্য খানিকটা হার্ডওয়্যারে। ভাইব এক্স-৩ ইয়ুথে আছে ১.৩ গিগাহার্টজ অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসের সঙ্গে ২ জিবি র্যাম। ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ৩৪০০ এমএএইচ।
তিনটি মডেলের জন্যই চীনে আগাম অর্ডার নেওয়া হচ্ছে। ৩২ জিবি মডেলটির দাম দুই হাজার ৪৯৯ চায়নিজ ইয়েন, ৬৪ জিবি মডেলের দাম দুই হাজার ৯৯৯ চায়নিজ ইয়েন এবং ইয়ুথ মডেলটির দাম এক হাজার ৮৯৯ চায়নিজ ইয়েন। তবে অন্য দেশগুলোতে সেটগুলো কবে পাওয়া যাবে, এ ব্যাপারে লেনোভো এখনো কিছু জানায়নি।