নতুন আইফোন বিক্রিতে রেকর্ড

প্রথম সপ্তাহে এক কোটি ৩০ লাখ আইফোন বিক্রি করে নতুন রেকর্ড সৃষ্টি করল অ্যাপল। তাদের নতুন আইফোন মডেল ৬ এস এবং ৬ এস প্লাস দিয়ে ক্রেতার মধ্যে বেশ সাড়া জাগিয়েছে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।
আইফোন নিয়ে উন্মাদনা অবশ্য নতুন কিছু নয়। এর আগে গত বছর আইফোন ৬-এর ক্ষেত্রে এক সপ্তাহে বিক্রি হয়েছিল প্রায় এক কোটি আইফোন। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৯০ লাখ।
নতুন আইফোন নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনার সঙ্গে আশঙ্কা থাকলেও বেশ ভালোভাবেই ক্রেতারা গ্রহণ করেছে ৬ এস এবং ৬ এস প্লাসকে। এক কোটি ৩০ লাখ সংখ্যাটি যেকোনো স্মার্টফোনের বিক্রির ক্ষেত্রে সুখকর একটি সংখ্যা। সহজ করে বললে নতুন আইফোন মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে প্রতি মিনিটে বিক্রি হয়েছে তিন হাজার আইফোন, মানে সেকেন্ডে ৫০টি করে!
তবে প্রথম সপ্তাহে নির্দিষ্ট কয়েকটি দেশেই মুক্তি পেয়েছে আইফোন। অক্টোবরের ৯ তারিখ থেকে আরো ৪০টি দেশে অ্যাপল তাদের নতুন আইফোন বাজারজাত করবে। ইউরোপ ও এশিয়ার বেশির ভাগ দেশেই এখনো মুক্তি পায়নি আইফোন। অ্যাপল ঘোষণা দিয়েছে, এ বছরের মধ্যে সর্বমোট ১৩০টি দেশে পাওয়া যাবে আইফোন ৬ এস।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এক বিবৃতিতে জানিয়েছেন, ‘নতুন আইফোন নিয়ে ক্রেতার প্রতিক্রিয়া সত্যিই অবিশ্বাস্য। থ্রিডি টাচ ও লাইভ ফটোর মতো ফিচারকে তারা আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। নতুন ৪০টি দেশে আগামী অক্টোবরে আইফোন বাজারে আনার জন্য আমাদের তর সইছে না!’
আইফোনের এই রেকর্ড বিক্রির জন্য সে কয়েকটি ফিচার সহায়ক ভূমিকা রেখেছে, তার একটি থ্রিডি টাচ। বলা হচ্ছে, এই থ্রিডি চাট আইফোন ব্যবহারের সংজ্ঞাই পরিবর্তন করে দিচ্ছে। অন্যদিকে উন্নত ক্যামেরা, শক্তিশালী চিপ আকৃষ্ট করছে ক্রেতাদের।