ড্রোন দিয়ে সেলফি

সেলফি তোলা এখন মামুলি ব্যাপার। সেলফি তোলার জন্য কত না আয়োজন, সেলফি স্টিক, সেলফি হ্যান্ড। এবার এ তালিকায় এলো এক নতুন সংযোজন, সেলফি ড্রোন। এ খবর জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম নিউজ ডটকম।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারনেট অব থিংস (আইওটি) এই সেলফি ড্রোনের উদ্ভাবক। এই বছরের ক্রিসমাস নাগাদ তারা সেটি বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। এই ড্রোন দিয়ে মানুষ নিজেদের সাঁতার কাটা, সাইক্লিং করা অথবা বরফের ওপর দিয়ে স্কেটিং করা অবস্থায় সেলফি তুলতে পারবে।
আইওটির প্রধান নির্বাহী সিমন ক্যান্টর জানান, তাঁদের প্রতিষ্ঠান কোনো নতুন প্রযুক্তি আবিষ্কার করে না, তাঁরা প্রচলিত প্রযুক্তিকেই আরো উন্নত করেন ব্যবহারকারীদের জন্যে। তাঁর ভাষ্যমতে, ‘সেলফি স্টিক ২০১৪ সালের দিকে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আমরা শুধু এই ধারণার সঙ্গে একটি ড্রোন যোগ করে দিয়েছি। সাধারণত ড্রোন ব্যাপারটি বেশ খরুচে, কিন্তু আমাদের তৈরি এই ড্রোন পাওয়া যাবে ১৫০ থেকে ১৯০ ডলারের মধ্যে।’
বেশ কিছু আধুনিক সেন্সর আর স্মার্ট সফটওয়্যার সংবলিত এই সেলফি ড্রোন অবশ্য ঠিক কীভাবে ব্যবহার করতে হবে, তা নিয়ে কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে। এর আগেও মাত্র ৯৯ ডলারে ‘ভাইপার ফোনওয়াচ’ নামক স্মার্টওয়াচ আর শিশুদের জন্য জিপিএস সুবিধাসংবলিত সেফটি ওয়াচ বানিয়ে প্রযুক্তিবিশ্বে নজর কেড়েছিল আইওটি।