ভাঁজ করা পর্দার স্মার্টফোন বানাচ্ছে স্যামসাং

নিজের পকেটে বড় পর্দার স্মার্টফোন কিংবা ট্যাবলেটের স্থান সংকুলান নিয়ে বেকায়দায় পড়তে হয় বেশ। একবার ভাবুন তো, আপনার এই বড় পর্দার স্মার্টফোন কিংবা ট্যাবলেটকে ভাঁজ করে এই ঝামেলার সমাধান করে নিচ্ছেন নিমেষেই! কেমন হতো তাহলে? স্যামসাং ঠিক আপনার জন্যই আনতে যাচ্ছে ভাঁজ করা যায় এমন পর্দার স্মার্টফোন। এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
সামনের বছরের জানুয়ারিতেই এই ধাঁচের স্মার্টফোনের সঙ্গে সারা দুনিয়াকে পরিচয় করিয়ে দিতে পারে স্যামসাং। স্যামমোবাইল নামের এক ব্লগ এই তথ্য নিশ্চিত করেছে। স্যামসাং সম্পর্কে আগাম সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার ব্যাপারে বেশ খ্যাতি আছে এই ব্লগটির।
ভাঁজ করা যায় এমন পর্দা নিয়ে বেশ জোরেশোরে গবেষণা চালাচ্ছে দক্ষিণ কোরিয়ান এই প্রযুক্তি প্রতিষ্ঠান। গুজব রয়েছে, এই ধাঁচের দুটি স্মার্টফোন একসঙ্গে বাজারে আনবে স্যামসাং। দুটি ফোনেই থাকবে ৩ গিগাবাইট র্যাম। শুধু প্রসেসরের ক্ষেত্রে পার্থক্য থাকার সম্ভাবনা রয়েছে। ব্যবহৃত হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২০ ও ৮২০ মডেলের চিপ।
এ ছাড়া তেমন কোনো তথ্য এ মুহূর্তে কেউ জোগান দিতে পারছে না এ দুটি নতুন স্মার্টফোন বিষয়ে। তবে সেখানে বলা হয়েছে, নতুন স্মার্টফোন গ্যালাক্সি ৭ হতে যাচ্ছে না। অন্যদিকে, শুধু দক্ষিণ কোরিয়ার বাজারেই আসার সম্ভাবনা রয়েছে এসব ফোনের। এ বছর গ্যালাক্সি রাউন্ড নামের বাঁকানো পর্দার একটি স্মার্টফোন শুধু দক্ষিণ কোরিয়ার বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। এবারেও সে পথে হাঁটার সম্ভাবনা বেশি।
বাজারে এখন স্যামসাংয়ের স্মার্টফোনের অবস্থান বেশ নাজুক। স্বল্পমূল্যের চায়নিজ ব্র্যান্ড ফোন কিংবা অ্যাপলের নতুন আইফোনগুলোর সঙ্গে বাজারে টিকে থাকতে চাইলে নিত্যনতুন ফিচারের কোনো বিকল্প নেই। সেদিক থেকে ভাঁজ করা পর্দার স্মার্টফোন স্যামসাংয়ের প্রতি ক্রেতার আকর্ষণ ফিরিয়ে আনতে পারে।
ক্যাপশন : স্মার্টফোনের জন্য ভাঁজ করা যায় এমন স্ক্রিন নিয়ে আসছে স্যামসাং। ছবি : স্যামসাং