২১ মেগাপিক্সেল ক্যামেরার মটো এক্স প্লে

স্মার্টফোনের বাজারে মটোরোলার তেমন একটা দাপট না থাকলেও মাঝে মাঝে তারা কিছু ডিভাইস দিয়ে চমকে দেয়। এবার যেমন মটো এক্স প্লে মডেলে তারা যোগ করেছে ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
অ্যানড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিংয়ে চলবে মটো এক্স প্লে। এতে রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল) ডিসপ্লে। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস।
স্মার্টফোনটি চলবে ১.৭ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টা-কোর প্রসেসরে। যার সাথে থাকছে আদ্রেনো ৪০৫ জিপিইউ এবং ২ জিবি র্যাম।
এর ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় রয়েছে এফ/২.০ অ্যাপার্চার এবং সিসিটি (কালার কোরিলেটেড টেম্পারেচার) ফ্ল্যাশ। আরো আছে ডুয়েল এলইডি মডিউল।
রিয়ার ক্যামেরায় রয়েছে ফেজ ডিটেক্ট অটো ফোকাস (পিডিএএফ)। এ ছাড়া ১০৮০ পিক্সেলের এইচডি ভিডিও রেকর্ড করা যাবে এর মাধ্যমে। আরো রয়েছে ভিডিও স্ট্যাবিলাইজেশন, ফোর এক্স ডিজিটাল জুম, বার্স্ট মোড, নাইট মোড, অটো এইচডিআর, প্যানারোমা। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এনডিটিভি জানিয়েছে, ভারতের বাজারে ১৬ জিবি মেমোরির এই ফোনের দাম রাখা হয়েছে ১৮ হাজার ৫০০ রুপি আর ৩২ জিবি মেমোরির ফোনের দাম রাখা হয়েছে ২০ হাজার রুপি।
ডুয়েল সিমের এই স্মার্টফোনটিতে ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। সাদা এবং কালো এই দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। এতে রয়েছে ৩৬৩০ এমএএইচের ব্যাটারি।