কয়েক ঘণ্টা পরই আসছে নতুন আইফোন

প্রতিবছর এই সময়ে বাজারে ছাড়া হয় নতুন আইফোন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা দেওয়া হয়। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটরিয়ামে উম্মুক্ত করা হবে নতুন আইফোন।
আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। এখন পুরোপুরি প্রস্তুত বিল গ্রাহাম সিভিক অডিটরিয়াম। প্রায় সাত হাজার লোকের বসার ব্যবস্থা রয়েছে এই অডিটরিয়ামে। অ্যাপলের ব্যানার দিয়ে অডিটরিয়ামের বাইরের দিকটা সাজানো হয়েছে। এ খবর জানিয়েছে ম্যাশেবল।
শুধু নতুন আইফোন নয় আসতে পারে অ্যাপলের আরো অনেক নতুন পণ্যের সুখবর। এর মধ্যে অ্যাপল টিভি অন্যতম।
অ্যাপলের নতুন পণ্যের উদ্বোধনের দিন ঘোষণার পর থেকেই নানা সম্ভাবনা এবং গুজবের খবর প্রকাশিত হয়েছে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।
আজকেই সব গুজবের অবসান ঘটবে এবং বিশ্ববাসী অ্যাপলের নতুন পণ্য চাক্ষুষ করতে পারবেন। অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।