বিমান থেকে পড়েও সচল আইফোন!

সাধারণত বলা হয়ে থাকে, ১০ বা ২০ ফুট উঁচু থেকে পড়লে আইফোন অক্ষত থাকবে। কিন্তু যদি বলি, নয় হাজার ফুট উঁচু থেকে পড়েও আইফোন অক্ষত রয়েছে? অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেন উইলসনের আইফোনটি কিন্তু এর জ্বলন্ত উদাহরণ। অবিশ্বাস্য এ ঘটনার খবর ছাপিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল, দ্য গার্ডিয়ান, দ্য টেলিগ্রাফ, টাইমসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।
ছোট একটি বিমানে করে ভ্রমণ করছিলেন বেন উইলসন। খবরের কাগজ পড়ে সেটা সামনেই রেখেছিলেন আইফোন চাপা দিয়ে। ঝাঁকি লেগে বিমানের দরজাটি মাত্র তিন ইঞ্চি ফাঁকা হয়েছিল। সেখান থেকেই টুপ করে পড়ে যায় কাগজটি। সেটা খেয়াল করলেও উইলসনের মনেই ছিল না যে কাগজের সঙ্গে তাঁর ফোনটাও ভূমিতে নেমে গেছে। টেক্সাসের কিকাপো বিমানবন্দরে নামার পর ফোনের খোঁজ শুরু করেন উইলসন।
উইলসনের সঙ্গে থাকা এক বন্ধুর ফোন ব্যবহার করে অ্যাপ্লিকেশন চালু করে ফোনটি খুঁজে বের করার চেষ্টা করেন উইলসন। অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারেন, ফোনটি অক্ষত রয়েছে এবং কিকাপো থেকে ৭০ মাইল দূরে রয়েছে। বন্ধুর আইফোনের অ্যাপ্লিকেশন থেকে ম্যাপ দেখে জায়গামতো পৌঁছে যান তাঁরা এবং শেষমেশ একটা গাছের তলায় ফোনটি খুঁজে পান।
উইলসনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ফোনটি ফিরে পাওয়ার পর কেমন লেগেছিল? ফোনের মালিক বলেছেন, ‘পাশ থেকে স্ক্র্যাচ পড়ে গিয়েছিল, কিন্তু দিব্যি কাজ করছিল।’ কোনো কিছু কি হারিয়েছে? উইলসন জানিয়েছেন, ‘মোফি কেসের সঙ্গে একটা এক্সটার্নাল ব্যাটারি ছিল, সেটাই শুধু খুঁজে পাচ্ছি না।’