মাইক্রোসফটের ‘টকম্যান’ এবং ‘সিটিম্যান’

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা মনে করেন উইন্ডোজ মোবাইল ফোনকে কিংবা মাইক্রোসফট হ্যান্ডসেটকে জনপ্রিয় করে তোলার অনেক চেষ্টা করা হলেও একটি বিশাল দুর্বলতা রয়ে গেছে এবং সেটি হলো এখন পর্যন্ত কোম্পানির ঝাণ্ডা ধরবার মতো ফ্ল্যাগশিপ কোনো হ্যান্ডসেট বাজারে নেই।
কিন্তু মনে হচ্ছে খুব শিগগিরই এই পরিস্থিতির পরিবর্তন হতে যাচ্ছে। উইন্ডোজ ফোন নির্মাতারা এই দৈন্যদশা কাটিয়ে উঠে বাজারে নিয়ে আসছে দুটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী চাইনিজ প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আইটিহোম ডটকম ফাঁস করেছে নতুন সে দুটি সেটের ফিচার। সেটগুলো হচ্ছে লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল। তবে আপাতত যথাক্রমে ‘টকম্যান’ ও ‘সিটিম্যান’ কোড নামের সেট দুটি প্রস্তুত করা হচ্ছে বাজারে ছাড়ার উদ্দেশে।
দুটির মধ্যে অপেক্ষাকৃত বড় পর্দার (৫.৭ ইঞ্চি) সেটটির নাম সিটিম্যান। সেটটিতে আছে কিউএইচডি (১৪৪০X২৫৬০পিক্সেল) রেজ্যুলেশন। এটি চলবে ৬৪ বিট অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরে।
আর অন্যদিকে ৫.২ ইঞ্চি পর্দার টকম্যানে একই রেজ্যুলেশন থাকবে। শুধু প্রসেসর হবে ৬৪ অক্টা-কোর ৮০৮।
রিপোর্টে আরো বলা হয়েছে উভয় সেটেই থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট আর ডিজাইন হবে মেটাল বডির। হার্ডওয়ারেও থাকছে একই জিনিস। তিন জিবি র্যামের সাথে ইন্টারনাল স্টোরেজ থাকবে ৩২ জিবি। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে জায়গা বাড়ানো যাবে।
ব্যাটারির জীবনও বেশ ভালো, ৩০০০ এমএএইচ। রিয়ার ক্যামেরা থাকবে ২০ মেগা পিক্সেলের। আর সেলফিপ্রেমীদের জন্য ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ধারণা করা হচ্ছে এই দুটি সেটেই সর্বপ্রথম বিল্ট ইন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম থাকবে।
পণ্যটির দাম কিংবা রিলিজ হওয়ার সময় সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে অনেকে ভাবছে এই বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবরে এটি বাজারে আসতে পারে।