ঢাকায় মুক্ত সফটওয়্যার ও আন্তর্জাতিক নীতিমালাবিষয়ক সেমিনার

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো মুক্ত সফটওয়্যার ও আন্তর্জাতিক নীতিমালাবিষয়ক সেমিনার ‘ওপেন সোর্স ইন লিগ্যাল ওয়ার্ল্ড’। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে ঢাকা সেন্টার ফর ‘ল’ অ্যান্ড ইকোনমিকস (ডিসিএলই)।
ইউনিভার্সিটি অব লন্ডন বাংলাদেশের রেজিস্টার সেন্টার ডিসিএলই মিলনায়তনে গত রোববার অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ পড়েন একই প্রতিষ্ঠানে আইন বিষয়ে শেষ বর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান আকন্দ। তিনি বক্তব্যে তুলে ধরেন বাংলাদেশ ও আন্তর্জাতিক আইন অনুসারে কীভাবে একজন ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করবে, কীভাবে ওপেন সোর্স সফটওয়্যার জগতে পথচলা হবে আরো নিরাপদ, নতুন কোনো ওপেন সোর্স সফটওয়্যার মুক্ত করার সময় কোন আইন অনুসরণ করতে হবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ফাতেমা আনোয়ার। তিনি সেমিনারের বিষয়ে নানা বক্তব্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে আরো বক্তব্য দেন ডিসিএলইর প্রিন্সিপাল মো. নুরুল ইসলাম, বিডিওএসএনের কর্মসূচি সমন্বয়ক মো. আল রাব্বী প্রমুখ। সেমিনারে ওপেন সোর্স সফটওয়্যারের আইন ভঙ্গের কারণে কী কী ক্ষতির সম্মুখীন হতে হবে এবং কেউ ওপেন সোর্স সফটওয়্যার আইন ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কীভাবে অভিযোগ আনতে হবে সে বিষয়েও আলোচনা হয়।