হামজা চলে এলেন, শমিত আসবেন কবে

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশে। এই ম্যাচকে ঘিরে ভক্তরাও তাদের পছন্দের ফুটবলারদের আগমনের অপেক্ষায় রয়েছেন। প্রবাসী ফুটবলাররা আসবেন, মাঠ মাতাবেন এমনটাই প্রত্যাশা তাদের। ইতোমধ্যে হামজা চৌধুরী দেশে পা রেখেছেন আজ সোমবার (৬ অক্টোবর)। এখন অপেক্ষা শমিত সোমকে নিয়ে।
হামজার এক দিন পর আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে দেশে আসার কথা রয়েছে শমিতের। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন এই মিডফিল্ডার। কানাডা থেকে দেশে ফেরার পর জাতীয় দলের সঙ্গে মাত্র এক দিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি। এরপরই হংকংয়ের বিপক্ষে মাঠে নামবেন শমিত।
প্রবাসী ফুটবলাররা দেশের ফুটবলকে আবারও প্রাণবন্ত করে তুলেছেন। তাদের নিয়ে নতুন কিরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন ভক্ত-সমর্থকরা। লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হামজা। আগামীকাল থেকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার কথা রয়েছে তার।
আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তলানিতে রয়েছে ভারত।