খেলোয়াড় ছাড়তে কিংসকে অনুরোধ করবে বাফুফে

জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক দলের ক্যাম্পে ফুটবলারদের ছাড়া নিয়ে বরাবরই নাটকীয়তা করে বসুন্ধরা কিংস। খেলোয়াড় না ছাড়ার কারণে এর আগেও অনেকবার গণমাধ্যমের শিরোনাম হয়েছে ক্লাবটি। আগামী মাসে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেজন্য হাভিয়ের কাবরেরার অধীনে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। কিন্তু ক্যাম্পে যোগ দিতে ফুটবলারদের ছাড়পত্র দিচ্ছে না বুসন্ধরা কিংস।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ রোববার (১৭ আগস্ট) জরুরি সভায় বসেছিল জাতীয় দল কমিটি। এই কমিটির চেয়ারম্যান স্বয়ং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ডেপুটি চেয়ারম্যান ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। বসুন্ধরা কিংসের সভাপতিও তিনি। তবে আজকের সভায় ছিলেন না ইমরুল হাসান।
জাতীয় দল কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি। আমরা বসুন্ধরা কিংসকে দেশের ফুটবলের স্বার্থে আজ রাতে কিংবা আগামীকাল সকালে জাতীয় দলে খেলোয়াড় দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার জন্য অনুরোধ করব। চিঠির কি উত্তর আসে এর পরিপ্রেক্ষিতে আবার তিন-চার দিন পর আবার আমরা জাতীয় দল কমিটির জরুরি সভায় বসব।’
সেপ্টেম্বর উইন্ডোতে ফুটবলার না ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে বাফুফেতে চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস। তবে ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের ৭২ ঘণ্টা আগে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। এ বিষয়ে প্রশ্ন করা হলে শুরুতে কয়েকবার এড়িয়ে গেলেও পরে তিনি বলেন, ‘আজকের মিটিংয়ে ফিফার নিয়ম, বিগত সময়ে জাতীয় দল, অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-২০ পর্যায়েও তাদের খেলোয়াড় না ছাড়ার ঘটনা নিয়েও আলোচনা হয়েছে।’
জাতীয় দলের জন্য ফুটবলার না ছাড়লেও অনূর্ধ্ব-২৩ দলের জন্য তিনজন ফুটবলারকে ছাড়পত্র দিয়েছে বসুন্ধরা। সেখানে অবশ্য কিউবা মিচেলকে ছাড়পত্র দেয়নি কিংস।