আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ম্যাচটি নিয়ম রক্ষার হলেও ব্যাটে-বলে আলো ছড়াল বাংলাদেশ। হোয়াইটওয়াশের সুযোগ মিস করেনি টাইগাররা। বোলিংয়ে আফগানদের পরীক্ষা নিয়েছেন সাইফউদ্দিন-নাসুম আহমেদ-তানজিম সাকিবরা। রান তাড়ায় নেমে আরেকবার হাসল সাইফ হাসানের ব্যাট। রানে ফিরলেন তানজিদ তামিমও। তৃতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় তুলে নিল টাইগাররা। প্রথমবার আফগানদের মাটিতেই তাদের বাংলাওয়াশ করল।
আফগানিস্তানের জন্য ম্যাচটি ছিল ঘরের মাঠে হোয়াইটওয়াশ থেকে বাঁচার লড়াই। সেই চাপেই যেনো আরও তালগোল পাকিয়ে ফেলে স্বাগতিকরা। টাইগার বোলারদের তোপের মুখে আরেকবার ব্যর্থ হলেন রহমানুল্লাহ গুরবাজ-মোহাম্মদ নবীরা। তবুও দেড়শ ছুঁইছুঁই রানের লক্ষ্য দাঁড় করিয়েছে আফগানরা।
আজ রোববার (৫ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে আফগানিস্তান। জবাব দিতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। জয় তুলে নেয় ৬ উইকেটে।
রান তাড়ায় নেমে ভালো শুরু পর উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ১৪ রান করে ফেরেন ইমন। তবে সেটাকে বড় দেননি তানজিদ হাসান তামিম-সাইফ হাসানরা। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন এই দুজন। ৩৩ বলে ৩৩ রান করে তামিম ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে ম্যাচ শেষ করে ফেরেন সাইফ। মাঝখানে তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরিচিত থাকেন ৩৮ বলে ৬৪ রানে তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার আর ৭ ছক্কায়।
আপনাদের হয় দুটি উইকেট পেয়েছেন মুজিবুর রহমান আরেকটি করে উইকেট পেয়েছেন ওমরজাই ও আহমাদজাই।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় আফগানিস্তান। প্রথম দুই ওভার থেকেই আসে ২০ রান। আফগানদের সেই চোখ রাঙানি বেশি সময় সহ্য হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে প্রথম বলেই ইব্রাহীম জাদরানকে (৬ বলে ৭) ফিরিয়ে শুরু করেন শরিফুল ইসলাম। এরপর নিয়মিত বিরতিতে চলতে থাকে সেই ধারা। বাংলাদেশের বোলারদের সামনে ঠিকমতো দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটাররা।
সাইফুদ্দিন-তানজিম সাকিব-নাসুমদের বোলিং তোপের বাইরে কেবল লড়াইটা করতে পেরেছে সেদিকুল্লাহ অটল আর ডারউইস রাসুলি। ২৩ বলে ২৮ রান করেছেন অটল। দলীয় রান ১০০ ছাড়িয়ে ফেরেন রাসুলি। ফেরার আগে ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে মুজিব-উর-রহমানের ব্যাটে দেড়শ ছুঁইছুঁই পুঁজি পায় আফগানরা। ৪টি চারে ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন মুজিব।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার হয়েছেন সাইফউদ্দিন। সমান দুটি করে উইকেট পেয়েছেন সাকিব আর নাসুম। একটি করে উইকেট গেছে শরিফুল আর রিশাদের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ২০ ওভারে ১৪৩/৯ (গুরবাজ ১২, জাদরান ৭, অটল ২৮, ওয়াফিউল্লাহ ১১, রাসুলি ৩২, ওমরজাই ৩, মোহম্মদ নবী ১, রশিদ ১২, আহমাদজাই ০, মুজিব ২৩*, বশির ২*; শরিফুল ৪-০-৩৩-১, নাসুম ৪-০-২৪-২, সাকিব ৪-০-২৪-২, সাইফ ১-০-৬-০, রিশাদ ৪-০-৩৯-১, সাইফউদ্দিন ৩-০-১৫-৩)।
বাংলাদেশ : (ইমন ১৪, তামিম ৩৩, জাকের ১০, শামীম ০, সাইফ ৬৪*, সোহান ১০*; মুজিব ৪-১-২৬-২, ওমরজাই ৩-০-১২-১, বশির ৩-০-৩৮-০, রশিদ ৪-১-১৩-০, আহমাদজাই ৪-০-৫০-১)।
ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।