বিসিবি নির্বাচনে এখন কারা লড়ছেন?

গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে গতকাল সকালেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। তার সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৬ প্রার্থী। সবার অভিযোগ একই— নির্বাচনে সরকারি হস্তক্ষেপ। হঠাৎ এমন সিদ্ধান্তে নিয়মের বাইরে গিয়েও প্রত্যাহার করা প্রার্থীদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন।
কোনো প্রার্থী যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। তবে সেই আহ্বান গ্রহণ করেননি কোনো প্রার্থী। ফলে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা কমে গেছে। এরপর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কোথা থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন?
তামিমসহ ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনে সর্বশেষ পরিচালক প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৩ জন। এর মধ্যে আবার কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ফলে ভোটের মাঠে সেই সংখ্যা আরও কমে যাচ্ছে।
ক্যাটাগরি- ১ (বিভাগীয়-জেলা) থেকে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে তিনটি বিভাগের ৯ জন প্রার্থী। ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), নাজমুল আবেদীন ফাহিম (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা) ও এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)।
রাজশাহী বিভাগ থেকে দুই পরিচালক পদের বিপরীতে লড়াই করবেন তিনজন। হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা), মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা) ও এসএম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)।
রংপুর বিভাগেও দুই পদের বিপরীতে লড়াই তিনজনের। মোঃ হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা), রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা) ও নূর-এ-শাহাদাৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)। বাকি চার বিভাগ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
ক্যাটাগরি-২ (ঢাকা ভিত্তিক ক্লাব) থেকে কেউ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন না। এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হবেন ১২ জন। এই ১২ পদের বিপরীতে লড়াই করবেন ১৬ জন প্রার্থী।
তারা হলেন- মোহাম্মদ লুতফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ), ইসতিয়াক সাদেক (ধানমণ্ডি স্পোর্টস ক্লাব), আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব), ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), আবুল বাশার (প্রাইম ধলেশ্বর স্পোটিং ক্লাব), মেজর ইমরোজ আহমেদ (অব.) (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব), মো. রাকীব উদ্দিন (এইস ওয়ারিয়রস), মো. মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব), মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ি ক্রীড়া চক্র), আমজাদ হোসেন (ঢাকা স্পারটান্স ক্রিকেট ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), একেএম আহসানুর রহমান মল্লিক রনি (ইয়াং পেগাসাস ক্লাব-এ), মো. মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব), মোহাম্মদ ফয়জুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব), এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি), ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি)।
ক্যাটাগরি-৩ (অন্যান্য) থেকে একটি পদের বিরপীতে নির্বাচন করছেন দুইজন প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল আর বিসিবি মনোনিত সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
এর আগে নির্বাচনে অংশ নিতে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন তুলেছিলেন। এর মধ্যে জমা দিয়েছিলেন ৫১ জন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তিন জনের মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে আবার মনোনয়ন ফেরত পান দুই জন। ফলে সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৫০ জন। এরপর গতকাল ১৭ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন।