আবারও মাঠে গড়াল এনসিএল

ভেন্যু পরিবর্তন করে আবারো মাঠে গড়ালো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ। ম্যাচে টস জিতে খুলনাকে বাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী ।
এনসিএল টি-টোয়েন্টি শুরু হয় গত ১৪ সেপ্টেম্বর। এনসিএলের প্রথম পর্ব হওয়ার কথা ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আর রাজশাহীতে। উদ্বোধনী ম্যাচে রাজশাহীতে বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে রাজশাহীতে ২০ ওভারের ম্যাচ মাঠে গড়ায় মাত্র পাঁচ ওভারে। আর বগুড়াতে বৃষ্টির কারণে খেলাই হয়নি। পরে বৃষ্টির কারণে দুই দফা সূচিতে পরিবর্তন আনার পর শেষ পর্যন্ত টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছর এই টি-টোয়েন্টি লিগের পুরোটাই সিলেটে হয়েছিল। এবার লিগটি আরও ছড়িয়ে দিতে শুরুতে রাজশাহী ও বগুড়ায় ছয়টি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে বৃষ্টির বাঁধায় সেটি সম্ভব হয়নি। যার পরিবর্তে নতুন সূচি অনুযায়ী, এবারের পুরো আসরটাই সিলেটে অনুষ্ঠিত হবে।
এদিকে মূল টুর্নামেন্ট শুরুর আগে, গতকাল (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মূল গ্রাউন্ডে সব দলের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও ফটোসেশন হয়। সেখানে উপস্থিত ছিলেন আসরটিতে অংশ নেয়া আট দলের অধিনায়করা।
রাজশাহী ও বগুড়াতে বৃষ্টির কারণে প্রথম দুই দিনের ভেসে যাওয়া তিনটি ম্যাচ আর হবে না। ওই ম্যাচগুলোর পয়েন্ট দুই দলের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে। টুর্নামেন্ট আবার শুরু হবে তৃতীয় দিনের সূচি থেকে।
প্রাথমিক পর্বের খেলা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এরপর ৯ অক্টোবর এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ১০ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।