অবসর ভেঙে ফের জাতীয় দলে ডি কক

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি দলেও ছিলেন না বহুদিন। কিন্তু অবসর ভেঙে আবারও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরলেন ডি কক। জায়গা পেয়েছেন টি-টোয়েন্টিতেও। পাকিস্তান সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই স্কোয়াডেই আছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। এর আগে নামিবিয়ার বিপক্ষে একটি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও খেলবেন তিনি।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ডি কক সর্বশেষ ম্যাচ খেলেছেন বিশ্বকাপে। ব্রিজটাউনে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ছিল তার শেষ ম্যাচ। টি-টোয়েন্টি থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে অবসর নেননি ডি কক। কিন্তু দলে দেখা যায়নি। জাতীয় দল নিয়ে ডি ককের ভবিষ্যৎ ভাবনা জানা না থাকায় সেই সময়ের প্রোটিয়া কোচ রব ওয়াল্টার কী করবেন, বুঝতে পারেননি।
এর মধ্যে ডি কক বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে ব্যস্ত ছিলেন, খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।
দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, ডি ককের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি জাতীয় দলে আবার খেলতে আগ্রহী। কনরাড বলেন, ‘কুইন্টনের সাদা বলের দলে ফেরাটা আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি। গত মাসে যখন আমরা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি, তখন সে স্পষ্ট জানায় যে সে এখনো দেশের হয়ে খেলার দৃঢ় ইচ্ছা রাখে। সবাই জানে সে কোন মানের খেলোয়াড়। তাকে দলে পাওয়াটা ইতিবাচক হবে।’
ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর ডি কক ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে তার ফিরে আসা একেবারে অসম্ভব নয়। বিশেষ করে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই এমন ইঙ্গিত দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, ‘এই মুহূর্তে আমার মনে হয় না সেটা (ফিরে আসা) ঘটবে। তবে জীবনে অদ্ভুত অনেক কিছু ঘটে। হতে পারে, কিন্তু আমি তেমনটা ভাবছি না।’
ডি কক এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫৫টি ওয়ানডে খেলে ৪৫.৭৪ গড় এবং ৯৬.৬৪ স্ট্রাইক রেটে ৬ হাজার ৭৭০ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৫, ২০১৯ ও ২০২৩ তিনটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন ডি কক। টি-টোয়েন্টিতে ৯২ ম্যাচে ১৩৮.৩২ স্ট্রাইক রেটে ২ হাজার ৫৮৪ রান করেছেন এই প্রোটিয়া ব্যাটার।