ইরান ম্যাচ দিয়ে ফুটসালের যাত্রা শুরু বাংলাদেশের

বিশ্বের অন্যান্য দেশে ফুটসাল বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে সবে পথচলা শুরু হলো এই খেলার। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) এশিয়া কাপের বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিষেক হলো ফুটবলের ক্ষুদে সংস্করণে। অভিষেকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। প্রতিপক্ষ ছিল বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন ইরান। এশিয়ার সর্বোচ্চ ১৩ বারের শিরোপাধারী ইরান। স্বাভাবিকভাবে তাই জয় পাওয়া হয়নি বাংলাদেশের।
আজ মালয়েশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইরানের কাছে ১২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্ব ফুটসালের অন্যতম বড় দল ইরান। ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বর দল তারা। সেই হিসেবে বাংলাদেশের ১২ গোল হজম করা বলা যায় কমই।
ফুটসালে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠে গেল একসময় জাতীয় দলের হয়ে ফুটবল খেলা রাহবার খানের। গোলরক্ষক হিসেবে ছিলেন জাহিদ হাসান রাব্বি।
ফুটসালে এক সঙ্গে ৫ জন খেলোয়াড় মাঠে নামতে পারে। রাহবার ও রাব্বির সঙ্গে বাকি তিনজন ছিলেন– জাতীয় দলের সাবেক ফুটবলার মাহমুদুল হাসান কিরন, মোস্তফা চৌধুরি ও কাজী ইব্রাহিম।
ফুটবলের মতো ৯০ মিনিট নয়, ফুটসালে খেলা হয় ৪০ মিনিট। বাংলাদেশ প্রথমার্ধের ২০ মিনিটে পিছিয়ে পড়েছিল ৬-০ গোলে। দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল হজম করে। সবমিলিয়ে ম্যাচ শেষ হয় ১২-০ গোলে।
আগামী ২২ সেপ্টেম্বর স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। বাছাই পর্বের আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্স আপ আগামী বছর ফুটসাল এশিয়া কাপে খেলবে।