ফুটসালে নতুন দিগন্তের পথে বাংলাদেশ

বিশ্বের বিভিন্ন দেশে ফুটসাল বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে নতুন শুরু হচ্ছে খেলাটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) বেশ ইতিবাচক ফুটসালের উন্নতিতে। লম্বা সময়ের ক্যাম্পের সঙ্গে শুরুতেই নিয়ে এসেছে বিদেশি কোচ। বাংলাদেশও শুরুতেই কঠিন মিশনে নামছে। চলতি মাসেই এশিয়া কাপের বাছাই খেলবে বাংলাদেশ ফুটসাল দল।
নতুন পথচলায় কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। অনভিজ্ঞ দলের অভিজ্ঞতার ঝুলি ভারী করতে সবরকম প্রচেষ্টাই করে যাচ্ছে বাফুফে। দেশের ফুটসালের জন্য ভালো প্রশিক্ষণ ব্যবস্থা না থাকায় টুর্নামেন্টের প্রায় দুই সপ্তাহ আগে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ। সেখানে বিভিন্ন দলের সঙ্গে ম্যাচও খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী রোববার বাছাইপর্বের আয়োজক দেশ মালয়েশিয়ার বিমান ধরবে বাংলাদেশ। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন ফুটসাল দলের কোচ ও বাফুফে কর্মকর্তারা।
ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘৬০০ ট্রায়াল থেকে ৫০, এরপর ৩০ জন নিয়ে একমাস অনুশীলন হয়েছে। ঢাকায় ফুটসাল অবকাঠামো ও অনুশীলন সুবিধা সেই অর্থে কম। তাই মালয়েশিয়ার কুয়ালামাপুরে ৮-১৭ সেপ্টেম্বর আমাদের ক্যাম্প হবে। ঐ সময়ে আমরা মালয়েশিয়ায় বিভিন্ন ক্লাব ও দলের সঙ্গে ৩-৪ টি ম্যাচ খেলব। মালয়েশিয়া ফুটবল ফেডারেশন মাঠ ও ম্যাচ খেলার জন্য সহায়তা করছে।’
এশিয়া কাপ বাছাইয়ের এই টুর্নামেন্ট দিয়েই ফুটসালে অভিষেক হবে বাংলাদেশ দলের। অভিষেক মঞ্চেই দিতে হবে কঠিন পরীক্ষা। ‘জি’ গ্রুপে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন ইরান আর সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের ইরানি কোচ খোদারাহমি তাই টুর্নামেন্টের শেষেও দলের প্রতি সমর্থন চাইলেন।
খোদারাহমি বলেন, ‘খেলোয়াড়দের ওপর আমার শতভাগ বিশ্বাস রয়েছে। ফুটসালে বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করল। ইরান এশিয়া চ্যাম্পিয়ন, আরব আমিরাত চীনে প্রস্তুতি নিচ্ছে, মালয়েশিয়াও ভালো দল। আমি টুর্নামেন্টের পরও খেলোয়াড়দের প্রতি সমর্থন চাই। কারণ এই খেলোয়াড়েরা প্রথম ফুটসাল খেলছে।’
এশিয়া কাপের জন্য ইতোমধ্যে ১৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে অধিনায়ক করা হয়েছে কানাডা প্রবাসী রাহবার খানকে। ১২ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ফুটসালে চুড়ান্ত স্কোয়াড ১৪ জনের। তাই মালয়েশিয়া ক্যাম্প শেষে দল থেকে বাদ পড়বেন তিনজন।
আগামী ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ান্টানে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। ২২ ও ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ আগামী বছর এশিয়া কাপের মুল পর্বে খেলবে।