পাকিস্তান ম্যাচের আগে ভারত শিবিরে ধাক্কা

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুলনামূলক ছোট প্রতিপক্ষ ওমানের বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। সুপার ফোরের প্রথম ম্যাচে আগমীকাল (২১ সেপ্টেম্বর) ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। তবে এই ম্যাচের আগেই ধাক্কা খেয়েছ তারা। দলের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল ইনজুরিতে পড়েছেন। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে তার।
অক্ষরের চোট দুশ্চিতায় ফেলেছে ভারতকে। গতকাল ওমানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে বিপত্তি বাঁধে বোলিংয়ের সময়, চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। বোলিং করেছেন মাত্র এক ওভার।
ওমানের ইনিংসের ১৫তম ওভারে শিবম দুবের বলে উড়িয়ে মারেন হাম্মাদ মির্জা। এক্সট্রা কভারে ক্যাচ নিতে গিয়ে পড়ে যান অক্ষর। মাথায় আঘাত পান তিনি। ক্যাচটিও নিতে পারেননি তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাকে স্পষ্টতই অস্বস্তিতে দেখা যায়। এরপরই মাঠ ছাড়েন।
ম্যাচ শেষে ভারতের ফিল্ডিং কোচ টি দিলিপ জানিয়েছেন, অক্ষর এখন মোটামুটি ভালো আছেন। তবে রোববারের মধ্যেই পরবর্তী ম্যাচ হওয়ায় তার খেলতে পারা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
অক্ষরের ছিটকে যাওয়া ভারতের জন্য তার না থাকা বড় ধাক্কা হতে পারে। দলের গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডার বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও বেশ ভালোই পারেন। অন্যদিকে ভারত তিন স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা থেকে বের হয়ে আসতে পারে । কুলদিপ যাদব ও বরুন চক্রবর্তী থাকলেও অক্ষর না থাকলে সেই পরিকল্পনায় বাধা আসবে।
যদিও ভারতীয় দলের রিজার্ভে আরেক স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকেও রাখা হয়েছে। তবে তিনি দলে সুযোগ পাবেন কি-না তা নির্ভর করছে অক্ষরের চোট কতটা গুরুতর তার ওপর।
পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে একচেটিয়াভাবেই জিতেছে ভারত। তারা ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।